জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা সাঘাটা প্রতিনিধি

সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক অঙ্গীকার। এই অঙ্গীকারকে আরও দৃঢ় করতে ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আজ ৬ই এপ্রিল রবিবার এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার বিকেলে দিনাজপুর শহরের বাসুনিয়া পট্টিতে সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোকলেছুর রহমান, যিনি অত্যন্ত দক্ষভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব মমিনুর রশিদ শাইন। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে পারি। এই ধরনের আয়োজন আমাদের পারস্পরিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান সময়ের সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য সকল সাংবাদিককে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ এবং সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু। তারা দুইজনই দিনাজপুর জেলা কমিটির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কমিটির পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, তরুণ গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীদের সরব উপস্থিতি ছিল। আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *